“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

রাজা আমার

।। সুপ্রদীপ দত্তরায়।।

(C)Image:ছবি










রো কিছুকাল থাকো বসে চুপটি করে 
                   নেতা আমার 
এন আর সি আর ডিটেনশনে রাত দুপুরে 
                  ঘুম যে কাবার ।
ঘরেতে নোটিশ আসে  ,  বাতাসে ভয় যে ভাসে 
হাজিরা দাও যে এসে রাজার বাসে রুদ্ধশ্বাসে, 
বছর বছর ব্যস্ত রেখো এমনি কাজে অনন্ত  ত্রাসে
                         রাজা আমার।
         এন, আর, সি, তো বাংলাতে নেই
               ত্রিপুরা আর পাঞ্জাবে নেই 
এই নিয়ে কি দন্দ্বটি নেই, এই কথাটি বলতে পারে
                     কোন সে গাওয়ার ।

কোন মন্তব্য নেই: