।। সিক্তা বিশ্বাস।।
পলাশ
বলে ,
আগুন জ্বালো •••
শিমুল বলে ,আগুন জ্বালো•••
মনের ঘরে জ্বালো আলো •••
ঘুচাও যত বোধের কালো !
অশোক-কিংশুক তাঁরাও বলে,
আবীর ঢালো ,আবীর ঢালো•••
বিশ্বভুবন রাঙিয়ে ফেলো •••
উদাসীমনে আওয়াজ তোলো
নিষ্প্রাণেতে দেহ প্রাণ •••
বাড়াও সভ্য -সমাজ মান !
প্রেমের আলো আপনি জ্বলে ----
ভালো-মন্দ অবহেলে •••
জীবনযুদ্ধে চাই যে শিক্ষা !
বোধের আলোই পরম দীক্ষা •••
পলাশ-শিমুল তাইতো বলে ,
অমন আলো চাই মনোবলে •••
কতো অভাগা বিপাকের কবলে !
পুড়ছে জ্বলছে সমাজ-সরীসৃপের হলাহলে !
কতো অনঘ অনাথ বিনা মাতৃকোলে !
জীবন যেন তাঁদের না হয় বিষাক্ত তিলে তিলে !
সুষ্ঠু সমাজ গড়া চাই তাইতো পলে পলে •••
পলাশ -শিমুল তাইতে বলে ,
আগুন জ্বালো , আগুন জ্বালো ----
ভুবন কর আলোয় আলো •••
শিমুল বলে ,আগুন জ্বালো•••
মনের ঘরে জ্বালো আলো •••
ঘুচাও যত বোধের কালো !
অশোক-কিংশুক তাঁরাও বলে,
আবীর ঢালো ,আবীর ঢালো•••
বিশ্বভুবন রাঙিয়ে ফেলো •••
উদাসীমনে আওয়াজ তোলো
নিষ্প্রাণেতে দেহ প্রাণ •••
বাড়াও সভ্য -সমাজ মান !
প্রেমের আলো আপনি জ্বলে ----
ভালো-মন্দ অবহেলে •••
জীবনযুদ্ধে চাই যে শিক্ষা !
বোধের আলোই পরম দীক্ষা •••
পলাশ-শিমুল তাইতো বলে ,
অমন আলো চাই মনোবলে •••
কতো অভাগা বিপাকের কবলে !
পুড়ছে জ্বলছে সমাজ-সরীসৃপের হলাহলে !
কতো অনঘ অনাথ বিনা মাতৃকোলে !
জীবন যেন তাঁদের না হয় বিষাক্ত তিলে তিলে !
সুষ্ঠু সমাজ গড়া চাই তাইতো পলে পলে •••
পলাশ -শিমুল তাইতে বলে ,
আগুন জ্বালো , আগুন জ্বালো ----
ভুবন কর আলোয় আলো •••
***********
*ঝোড়োমেঘ*
১ -৩ -১৮ ইং,
শিলং |
১ -৩ -১৮ ইং,
শিলং |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন