“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ভেনেজুয়েলার কারাবোবো রাজ্যের ভেলেনসিয়া শহরের
একটি জেলে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে হত ৬৮ )
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image: ছবি







মানুষ মরলো আটষট্টি জন দাঙ্গা জেলে বাঁধে।
অনেক মানুষ ঘায়েল আরো কান্না বসে সাধে।।

বন্দিরা সব কুখ্যাত খুব অস্ত্র রাখে সাথে।
জেলের মধ্যে আগুন ধরায় ভাগতে পারে যাতে।।

জেলের মধ্যে থাকতো সেথা অতিরিক্ত বন্দি।
কয়েদিরা অতিষ্ঠ তাই ভাগতে করে ফন্দি।।

জেলে লাশের ছড়াছড়ি রক্ত যাচ্ছে ভেসে।
জেলের মধ্যে আগুন নেভায় ফায়ার সার্ভিস এসে।।

জেলের মধ্যে গুলাগুলি বন্দি পুলিশ যুদ্ধ।
গ্যাস কাঁদানের জন্যে লোকের শ্বাসটা হলো রুদ্ধ।।

বন্দির হাতে অস্ত্রশস্ত্র !  পুলিশ খেলো গুলি।
সরকারী সব আধিকারিক ছাড়ে শোকের বুলি।।

হতাহতের আত্মীয়রা কষ্ট বড় পেলো।
তদন্ত সব হচ্ছে শুরু খবর পাওয়া গেলো।।


@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DNPP5-30/03/18

কোন মন্তব্য নেই: