“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৪ মার্চ, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ৩৩০ কেজি ওজনের নারী ফ্লেমিং লিজার শরীরে ভয়ংকর পোকার বাসা )

।। এম রিয়জুল আজহার লস্কর ।।


(C)Image:ছবি











মোট ওজন তার ৩২০ কি. নারী ভীষণ মোটা।
ভয়ংকর সব পোকারা তার খাচ্ছে দেহ গোটা।।
অবাক কাণ্ড! শরীরে তার পোকা ঝাঁকে ঝাঁকে।
বাড়ির লোকে কেবল এখন ভাবছে নিয়ে তাকে।।
নারী তিনি বিবাহিত সন্তান তার এক আছে।
বাড়ির লোকে নিলো তারে ডাক্তারবাবুর কাছে।।
হাঁটতে বসতে পারছে না তো কষ্ট হচ্ছে লিজার।
ডাক্তার বলে কমবে কায় তার করতে হবে সিজার।।
ডাক্তার বলে পোকারা সব করতে হবে শেষ।
বাড়ির লোকে চাইছে লিজা সুস্থটা হোক বেশ।।
@
ছবি :- দৈনিক যুগশঙ্খ
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম " )
DJP-7.-24/03/18

কোন মন্তব্য নেই: