“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮

ইলেকশন

।। অভীক কুমার দে ।।

(C)image:ছবি










নেক হইহল্লার পর ওরা ঘুমিয়ে
গোপন ঘাঁটি খুঁজে,
মুখে তুলো গুঁজে
বান্ধব কেউ
 
মাথা নত করে হাঁটে রাস্তায়।
কিনে আনা খরচের ঝুড়ি
আধবুড়ির মতো টান খায়
হাতের মুঠোয়,
ঝুলে যাওয়া মুখ
অসহায় সুখ
টুপটাপ জল ঝরে;
বুকের কোঠায় কোঠায়
স্মৃতি সব জেগে ওঠে--
বন্ধু তুমি, চা- নাস্তায়...
অনেক হইহল্লার পর ওরা ঘুমিয়ে
গোপন ঘাঁটি খুঁজে,
নীরবেই চোখ বুজে
বান্ধব কেউ
ব্যথা দিয়ে যায় সস্তায় !


কোন মন্তব্য নেই: