।। অভীক কুমার
দে ।।
(C)image:ছবি |
অনেক
হইহল্লার পর ওরা ঘুমিয়ে
গোপন ঘাঁটি খুঁজে,
মুখে তুলো গুঁজে
বান্ধব কেউ
মাথা নত করে হাঁটে রাস্তায়।
কিনে আনা খরচের ঝুড়ি
আধবুড়ির মতো টান খায়
হাতের মুঠোয়,
ঝুলে যাওয়া মুখ
অসহায় সুখ
টুপটাপ জল ঝরে;
বুকের কোঠায় কোঠায়
স্মৃতি সব জেগে ওঠে--
বন্ধু তুমি, চা- নাস্তায়...
অনেক হইহল্লার পর ওরা ঘুমিয়ে
গোপন ঘাঁটি খুঁজে,
নীরবেই চোখ বুজে
বান্ধব কেউ
ব্যথা দিয়ে যায় সস্তায় !
গোপন ঘাঁটি খুঁজে,
মুখে তুলো গুঁজে
বান্ধব কেউ
মাথা নত করে হাঁটে রাস্তায়।
কিনে আনা খরচের ঝুড়ি
আধবুড়ির মতো টান খায়
হাতের মুঠোয়,
ঝুলে যাওয়া মুখ
অসহায় সুখ
টুপটাপ জল ঝরে;
বুকের কোঠায় কোঠায়
স্মৃতি সব জেগে ওঠে--
বন্ধু তুমি, চা- নাস্তায়...
অনেক হইহল্লার পর ওরা ঘুমিয়ে
গোপন ঘাঁটি খুঁজে,
নীরবেই চোখ বুজে
বান্ধব কেউ
ব্যথা দিয়ে যায় সস্তায় !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন