মূল অসমিয়া : রোশোনারা বেগম
অনুবাদ:পার্থ সারথি দত্ত
(C)Image:ছবি |
চাঁদের অসুখ হলে
কুয়াশা
রঙিন চুলগুলো ছড়িয়ে
আকুল
হয়ে ওঠে আকাশ
দু:খে
কালচে হয় তার জোছনা শরীর
দুচোখে
অশ্রু ঝরে...
নদীর
জলে সেদিন নাচেনা চাঁদনি,
পাখনা
মেলে মাছগুলো
শব্দ
করে না জলে
অরণ্যটি
বাকরুদ্ধ হয়ে পড়ে ৷
আড্ডাবাজ
তারাগুলো হারিয়ে যায়
নীরব
নিঝুম অরণ্যের আঁধার গহ্বরে
চোখের
জল কেড়ে বয়ে যাওয়া
নদীর
ঢেউগুলো
দুপাড়ের
আঁধারে মাথা আছড়ে কাঁদে
চাঁদের
অসুখ হলে
জেলেহীন
একাকী নৌকাখানা
জলের
দিকে চেয়ে মনের দু:খে বসে থাকে তীরে ৷
~~~০০০~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন