“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৮ মার্চ, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( বিজেপি বিরোধী মহাজোটের পথে বিরোধীরা, ১০ অবিজেপি দলের সঙ্গে বৈঠক মমতার )

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি








শুখাদ্য কেলেঙ্কারী ! লালু জেলে কাঁদে।
মোদি ঝড়ে দিশেহারা রাহুল পড়ে ফাঁদে।।
পূর্ণ রাজ্যের স্বপ্ন ভাংল চন্দ্রবাবুর রাগ।
সব মিলিয়ে বিরোধীরা উঠল হয়ে বাঘ।।
তৃতীয় ফ্রন্টটা তৈরি করতে মাঠে নামলো মমতা।
উনিশে চায় কেড়ে নিতে প্রধানমন্ত্রীর ক্ষমতা।।
এই জোটে কং চন্দ্রবাবু সবাই দিলো সায়।
এনসিপিও রয়নি বসে অংশ নিলো তায়।।
আইডিএমকে আরজেডিও অগ্নিকন্যার সাথে।
অকংগ্রেসী ফেডারেল ফ্রন্ট গঠনটা হয় যাতে।।
মায়াবতী অখিলেশও দারুন দিলো সাড়া !
উনিশ ভোটে নরেন্দ্রজী করতে হবে তাড়া !!
মহাজোটের মিটিং এখন সারা দেশে চলে।
সাম্প্রদায়িক বিজেপি দল অগ্নিকন্যায় বলে।।


@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DSPP-1&6.28.03.18

কোন মন্তব্য নেই: