“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

জাগো এবার



  ।। রফিক উদ্দিন লস্কর ।।










জেগে ওঠো, জেগে ওঠো,ওহে বীর জনতা
আর কতো দিন তোদের মাঝে রইবে অক্ষমতা। 

কান দিয়ে শোনো আর দেখো চোখ মেলে 

নীরবে থাকিলে ওরা খাবে তোকে গিলে।
শাসকের শোষণ আর সইবে কতকাল
পশ্চিমে পড়ছে রবি আকাশ করে লাল।
এক হয়ে আগে চলো করো প্রতিবাদ
মুখ বুজে কতদিন আর শুনবে অপবাদ।
শাসক শোষক যখন, এবার উঠাও হাত
দেখবে চেয়ে আধার কেটে এসেছে প্রভাত। 

ভয় পেয়ো না ভয় পেয়ো না ওহে জনতা
রয়েছে যে তোদের মাঝে আত্ম ক্ষমতা।
নতশিরে থেকো না আর প্রতিবাদী হও,
স্বভূমে কখনো তোরা দুর্বল নও।

কোন মন্তব্য নেই: