।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
দিনের
আলো কমে এলে
ঘোমটা টেনে মুখ ঢাকো কালোয় ?
আমি কালোতেও হেঁটে যাই
তোমার অভিমুখে।
ঘোমটা টেনে মুখ ঢাকো কালোয় ?
আমি কালোতেও হেঁটে যাই
তোমার অভিমুখে।
মুখ
তুলো,
চোখ খুলো, দেখো--
পুরো আকাশ জুড়ে কতো আলো
ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত
কতকগুলো ভীতু মুখ
মিটমিট চোখে তোমাকেই দেখছে।
ঘোমটা ফেলে দেখো
রাত মানেই মৃত্যু নয়
মৃত্যু নয় কোন জমাট স্বপ্নের
কালো মানেই কোন রঙিন ছবির ফ্যাকাসে মুখ নয়
বরং এমন কালো রাতেও আলো জড়ো হয়
কালোত্তীর্ণ হতে পারে রাত্রি জাগরণ।
পুরো আকাশ জুড়ে কতো আলো
ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত
কতকগুলো ভীতু মুখ
মিটমিট চোখে তোমাকেই দেখছে।
ঘোমটা ফেলে দেখো
রাত মানেই মৃত্যু নয়
মৃত্যু নয় কোন জমাট স্বপ্নের
কালো মানেই কোন রঙিন ছবির ফ্যাকাসে মুখ নয়
বরং এমন কালো রাতেও আলো জড়ো হয়
কালোত্তীর্ণ হতে পারে রাত্রি জাগরণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন