।। শিবানী দে।।
কবিতার জন্ম হবে। শরীরী তরঙ্গে
রাগমোচনের মত আর্ত শীৎকারে
মধুরতা মেশা তীব্র বেদনার ভারে
প্রসবের সর্বশক্তিপ্রযুক্ত প্রশ্বাসে
কবিতা, আমার প্রেম, আমার সন্তান জন্ম নেয়।
প্রসূতির মৃদু হাসি প্রশান্তির, নিমীলিত চোখ।
তারপর চোখ খুলি,
মুগ্ধতায় শত রঙে, আভরণে সাজাই,
সে যে আমার, একান্ত আমারই।
সময় এগোলে
কোথাও সন্দেহ ডানা মেলে
অতৃপ্ত চোখে দেখি তার দিকে
হয় নি, হয় নি যেমনটি চেয়েছি সেইমত ,
নির্মম সংশয়ে কাটি, ছিঁড়ি, তার খসাই ভূষণ ।
আনন্দ পারেনি যাকে সংশয় করবে তাকে পুনর্সৃজন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন