।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
গত
দিনগুলোর পর কারো মনোঘরে ভাবনাখেকোর চলাচল। যে কক্ষ সাহিত্য- বিদ্যমানতায় ব্যস্ত, যে
টেবিলে বসে শব্দের রেওয়াজ শুনতো 'আমি', এখন বিকৃত অবয়বের মুখোমুখি ঘরোআয়নায় !
শরীর:- আমি যদি সাগর তবে
সব স্নায়ু নদী,
শূন্য খাঁচা মিছে ঘুড়ি
মন আকাশপদী।
মন:- সুখদুঃখ আমার
উৎপীড়ক তুমি,
ভেতর তোমার
ধৈর্য বুঝি আমি।
স্নায়ু:- কেন্দ্রমজ্জা হয়ে চলছি।
পরিবর্তিত বিকার আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও,
তখন থেকেই জ্বলছি।
মন:- দোষ কার ?
শরীর:- অগ্নিগর্ভ জানে। বিভাজন শিখেছি যখন তুমিও ছিলে মন। তফাত শুধু
তুমি ঘুমোচ্ছিলে তখন।
স্নায়ু:- তখনও ছিলাম, এখনও আছি মনোসংযোগে;
শরীরে শরীরে শাঁস।
মন:- দেখো, শব্দবোধ কমে যাচ্ছে আমার।
শরীর:- আমার শব্দ থেমে গেলেই তোমার বোধ যাবে।
স্নায়ু:- জানি। ভেতর অভিধান রেওয়াজশূন্য রোগী।
.
নিজের কাছে আমিকে শব্দশূন্য হতে দেখছে কেউ, যদিও
একজন অবোধ তবলচি এখনও ঘর ছেড়ে যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন