মূল অসমিয়া: রোশনরা বেগম
অনুবাদ:পার্থ
সারথি দত্ত
(C)Image:ছবি |
নিজেকে
আঁকো,তুলিকায় রং বোলাও
কখনও
জলরঙে,কখনোবা তেলরঙে
ক্যানভাসে
বন্দী করো সময়
জীবন
বড় ছোট
নিজের
সঙ্গে কথা বলার সময় বড্ড কম৷
পথ
বহুদূর,
হাতে কী নিয়ে যাবে?
তোমার
কাছে তুমি,আমার কাছে আমি৷
আঁকো, আঁকতে
থাকো
কখনও
চোখ,কখনোবা ঠোঁট,
কখনোবা
পায়ের পাতা৷
কে
জানে কোথায় বয়ে যায় কার গতি
একবার
সময় পেরিয়ে গেলে
ফিরেও
পাবে না চিনে
অমৃত
বলে বলতে গিয়ে বিষ হয়ে না যায় যেন
তোমার
হাতের মদিরার পেয়ালাটি ৷
~~~~০০০~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন