।। সুপ্রদীপ দত্তরায়।।
(C)Image:ছবি |
সকাল থেকেই মনটা খারাপ
কোথায়
যেন কেটেছে
সুর
মনটা
যেন মনেতে নেই
ঘুম
কেটেছে,
কাটেনি ঘোর।
সূর্যটা
ঠিক পুব আকাশেই
কেমন
যেন অনেকটাই ম্লান
রৌদ্রটা
তার তেতো লাগে
মন
খারাপের বাজে তান।
পাখিরা
সব শান্ত বসা
সকাল
সকাল শোক সভা ?
খাবার
খাবার নেই যে তাড়া
স্থবির
যেন কাশী কাবা।
কার
আদেশে বন্ধ আজান
ঘুম
ভাঙানীয়া বৈষ্ণবী খোল
বাতাস
আজ স্তব্ধ দাঁড়িয়ে
শুনি
হৃদয়ে ক্রন্দনরোল।
ফুলগুলো
সব বাসি মড়া
মিইয়ে
আছে ,
শ্রান্ত, মলিন
আজ
তবে কি বাইশে মার্চ
বাবা, তোমার
মৃত্যুদিন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন