“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

বাবা

।। সুপ্রদীপ দত্তরায়।। 
(C)Image:ছবি









কাল থেকেই মনটা খারাপ 
কোথায় যেন  কেটেছে সুর
মনটা যেন মনেতে নেই
ঘুম কেটেছে, কাটেনি ঘোর।
সূর্যটা ঠিক পুব আকাশেই
কেমন যেন অনেকটাই ম্লান 
রৌদ্রটা তার তেতো লাগে 
মন খারাপের বাজে তান।
পাখিরা সব শান্ত বসা
সকাল সকাল শোক সভা ?
খাবার খাবার নেই যে তাড়া
স্থবির যেন কাশী কাবা।
কার আদেশে বন্ধ আজান
ঘুম ভাঙানীয়া বৈষ্ণবী খোল 
বাতাস আজ স্তব্ধ দাঁড়িয়ে 
শুনি হৃদয়ে ক্রন্দনরোল।
ফুলগুলো সব বাসি মড়া 
মিইয়ে আছে , শ্রান্ত, মলিন 
আজ তবে কি বাইশে মার্চ 
বাবা, তোমার মৃত্যুদিন ।


কোন মন্তব্য নেই: