“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১১ মার্চ, ২০১৮

ভিখারি


।। সুপ্রদীপ দত্তরায়।।

(c)Image:ছবি


















নেকগুলো কামরা নিয়ে ছুটছে ট্রেন
                 পাহাড় লাইনে পথ চলা,  
আগামীতে যত সু
ঙ্গের সারি 
               অন্ধকার - অনিশ্চয়তায় ঘেরা ।
একটা অন্ধ ভিখারি গাইছে গান
                  জীর্ণ দোতারায় তার অদ্ভুত সুর , 
" রাজা হবার সাধ করি না
 
                  ভাত যেন পাই সকাল দুপুর
ট্রেন ভর্তি যাত্রী সব , ছুটছে ক্রমাগত 
                 পাহাড় লাইনের সুঙ্গ পথে
কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কেরা
নি 
                কেউ ওকালতি পেশা করে ।
একজন
  এলুমিনিয়াম থালা হাতে 
                বিড়বিড় করে বলছে কাউকে 
" শালা কতকাল আর টানবো জীবন
 
              এই ভিখারিদের দ্বারে দ্বারে


কোন মন্তব্য নেই: