।। সুপ্রদীপ দত্তরায়।।
(c)Image:ছবি |
অনেকগুলো কামরা নিয়ে ছুটছে ট্রেন
পাহাড় লাইনে পথ চলা,
আগামীতে যত সুড়ঙ্গের সারি
অন্ধকার - অনিশ্চয়তায় ঘেরা ।
একটা অন্ধ ভিখারি গাইছে গান
জীর্ণ দোতারায় তার অদ্ভুত সুর ,
" রাজা হবার সাধ করি না
ভাত যেন পাই সকাল দুপুর’ ।
পাহাড় লাইনে পথ চলা,
আগামীতে যত সুড়ঙ্গের সারি
অন্ধকার - অনিশ্চয়তায় ঘেরা ।
একটা অন্ধ ভিখারি গাইছে গান
জীর্ণ দোতারায় তার অদ্ভুত সুর ,
" রাজা হবার সাধ করি না
ভাত যেন পাই সকাল দুপুর’ ।
ট্রেন ভর্তি যাত্রী সব
, ছুটছে
ক্রমাগত
পাহাড় লাইনের সুড়ঙ্গ পথে
কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কেরানি
কেউ ওকালতি পেশা করে ।
একজন এলুমিনিয়াম থালা হাতে
বিড়বিড় করে বলছে কাউকে
" শালা কতকাল আর টানবো জীবন
এই ভিখারিদের দ্বারে দ্বারে’ ।
পাহাড় লাইনের সুড়ঙ্গ পথে
কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কেরানি
কেউ ওকালতি পেশা করে ।
একজন এলুমিনিয়াম থালা হাতে
বিড়বিড় করে বলছে কাউকে
" শালা কতকাল আর টানবো জীবন
এই ভিখারিদের দ্বারে দ্বারে’ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন