।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
যেখানে দাঁড়িয়ে আছি একা
তার ঠিক নিচে গলা ফাটিয়ে কেউ বলছে--
পালাবদল হলেই বরাবর দেখি
অস্থির হয়ে ওঠে চেনা মানুষের শরীর,
দেখি অবুঝ এক বয়ঃসন্ধি
বিনাশের ছক কষে।
দেখি, অসময়ের উষ্ণ স্রোত মানুষের চোখে।
পর্দায় ভেসে ওঠা হতাশার ছবি
চোখের কোলে উল্টোগাঙ,
শূন্য ময়দান খুঁজে কোন বাউল কবি
প্রতিফলনের পর ঝড় তোলে মনের ভেতর,
বুকে ভয়ার্ত হুকুমপেঁচা
ভয়ানক ডাকে।
.
যেখানে দাঁড়িয়ে আছি একা
তার উষ্ণতা মহামিলনের জানি, তাই...
নিঃশ্বাস ভারী হবার আগেই ছুঁয়ে দিস কেউ,
আরেকটা পালাবদল দেখার বড়ো শখ।
তার ঠিক নিচে গলা ফাটিয়ে কেউ বলছে--
পালাবদল হলেই বরাবর দেখি
অস্থির হয়ে ওঠে চেনা মানুষের শরীর,
দেখি অবুঝ এক বয়ঃসন্ধি
বিনাশের ছক কষে।
দেখি, অসময়ের উষ্ণ স্রোত মানুষের চোখে।
পর্দায় ভেসে ওঠা হতাশার ছবি
চোখের কোলে উল্টোগাঙ,
শূন্য ময়দান খুঁজে কোন বাউল কবি
প্রতিফলনের পর ঝড় তোলে মনের ভেতর,
বুকে ভয়ার্ত হুকুমপেঁচা
ভয়ানক ডাকে।
.
যেখানে দাঁড়িয়ে আছি একা
তার উষ্ণতা মহামিলনের জানি, তাই...
নিঃশ্বাস ভারী হবার আগেই ছুঁয়ে দিস কেউ,
আরেকটা পালাবদল দেখার বড়ো শখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন