“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২ মার্চ, ২০১৮

চেনা পথ অচেনা


   ।।       রফিক উদ্দিন লস্কর       ।। 


              
(C)Image:ছবি













জ কতদূর একবিন্দু সুখের আশায়
হাঁটতে হাঁটতে ক্লান্ত, কতো ঘাম ঝরেছে
গহিন জঙ্গলে নগ্ন পায়ে তপ্ত বালুকায়।
ফালাফালা করে দেয় তোর আড়দৃষ্টি 
তবুও যে পিছনে পিছনে বারবার হাঁটি
অবশেষে দুচোখে নামে অঝোর বৃষ্টি।
তৃষ্ণার্ত! কঠিন পাথরে করছি খোদাই
জমাটবদ্ধ দেহের ভিতরে সকল রক্ত
 
অভুক্ত! মনের সাথে কথা কয়ে যাই।
অবহেলায় মরে গেছে সকল অনুভূতি 
এই জনমে যাওয়া হবেনা সুখের বাড়ি
চেনা পথ অচেনা চক্ষু হেরেছে জ্যোতি।
 


*********************************
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)


কোন মন্তব্য নেই: