মূল অসমিয়া :ইসমাইল হোসেইন,
অনুবাদ:পার্থ
সারথি দত্ত
দিনগুলো
পুরনো হলে মানুষেরা পুরনো হয়
তোমাকে
তো পুরনো হওয়া দেখিনি চন্দ্রপ্রসাদ
চন্দ্র
তোমার নাম বলেই নাকি একটি শুভ্র পতাকার
মতো
শুভ্র তোমার হৃদয়;শুভ্র তোমার চলা, শুভ্র
তোমার
দৃষ্টি অরণ্য-মন্থন বাসনা সাগর৷
আমি
মাঝে মাঝে তোমার মাঝে প্রবেশ করি আর
ভাবি:
শুভ্র মানুষগুলো কখনও হলুদ হয় কেন?
আবার
হলুদেরাই শুভ্র মানুষের সারিতে দাঁড়িয়ে
কেন
-'আমি শুভ্র;আমি শুভ্র' বলে!
তাই চন্দ্রপ্রসাদ, তোমাকে
জানার পর আমি
চিনতে
পারি শুভ্র আর হলুদের পার্থক্য । তুমি চন্দ্র,তাই
জন্ডিস হলেও যেন তুমি হলুদ হওনা,
হলুদ
হয়না পুরনো হওয়া নতুন মানব ৷
~~~০০০~~~
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন