ওহে খবরওয়ালা,
দেশের খবর পেতে চাই, তোমার পত্রিকা কই ?
ক'বেলা না খেয়ে ক'টা টাকা রেখেছিলাম তোমার জন্য।
.
যতসব হিজিবিজি লেখার গিজিগিজে পাতায়
কঠিন শব্দের উৎপাত দেখি না বেশ কিছুদিন,
একা ঘরে বসে কত আর সময় কাটে !
.
আগে তো পাড়ার লোক এসে রোজ হামাগুড়ি দিতো
আজকাল কেমন কলকাতা পেরিয়ে
রাজধানীমুখো...
অসহায় দেশের কথা কানে বাজে, মনে হয়--
একঝাঁক বিপজ্জনক বিপ্লব মুখ থুবড়ে ঘরের বারান্দায় রৌদ্রপতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন