“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৭ মার্চ, ২০১৮

রৌদ্রপতন

।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি












হে খবরওয়ালা,
দেশের খবর পেতে চাই, তোমার পত্রিকা কই ?
ক'বেলা না খেয়ে ক'টা টাকা রেখেছিলাম তোমার জন্য।
.
যতসব হিজিবিজি লেখার গিজিগিজে পাতায়
কঠিন শব্দের উৎপাত দেখি না বেশ কিছুদিন,
একা ঘরে বসে কত আর সময় কাটে !
.
আগে তো পাড়ার লোক এসে রোজ হামাগুড়ি দিতো
আজকাল কেমন কলকাতা পেরিয়ে
রাজধানীমুখো...
অসহায় দেশের কথা কানে বাজে, মনে হয়--
একঝাঁক বিপজ্জনক বিপ্লব মুখ থুবড়ে ঘরের বারান্দায় রৌদ্রপতন।

কোন মন্তব্য নেই: