।। দেবলীনা সেনগুপ্ত।।
আহত পালকের মত
ঝরে পড়ছে সময়
পাখির ঠোঁট থেকে
খসে পড়ছে বীজধান।
তাকে মাথা পেতে নেবে,
পৃথিবীতে নেই কোন অলৌকিক শিশু আজ।
অলস আয়ুষ্কাল কাটায় মানবের দল
হীন সংলাপে
গলিত আঁধারে ঢাকে অকস্মাৎ, বায়ু মাটি জল
খর মধ্যাহ্নদিনে ।
যত্নহীন পড়ে থাকে সময়ের শব
প্রহরায় একা ঈশ্বর , অবিচল ।
( প্রকাশিত, দৈনিক বজ্রকন্ঠ )
(C)Image:ছবি |
আহত পালকের মত
ঝরে পড়ছে সময়
পাখির ঠোঁট থেকে
খসে পড়ছে বীজধান।
তাকে মাথা পেতে নেবে,
পৃথিবীতে নেই কোন অলৌকিক শিশু আজ।
অলস আয়ুষ্কাল কাটায় মানবের দল
হীন সংলাপে
গলিত আঁধারে ঢাকে অকস্মাৎ, বায়ু মাটি জল
খর মধ্যাহ্নদিনে ।
যত্নহীন পড়ে থাকে সময়ের শব
প্রহরায় একা ঈশ্বর , অবিচল ।
( প্রকাশিত, দৈনিক বজ্রকন্ঠ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন