কিরাত কইন্যার কিস্যা
মধুমিতা নাথ
।। মধুমিতা নাথ।।
ঐ বাপ -----
তুহার কাছ থিকে সিখা বুলি
আজ হামি তুহাকে সুনাইলুম
বইলেছিলিস ---- ' যাহা সইত্য ,
ছকলের জইন্যই সইত্য বটেক'
সুন বাপ ---
আভী লে তুকে দুঠো গপ্প সুনাইব গ
মনে কইরে দিলুম , তোর নীল সিয়ালের গপ্প
মেকী রঙ মেইখে নিজেরে রাজা দিখাইতে গেল
ভুইলে গেল ছকল নীতিমালা ,
দুখের দিনের ছকল সাথীগুলানরে
শেষতক কি হইলো দেখ কিনে ?
ভুলগুলান শুধরে নে বাপ ...
ইবার সুন আরেকঠো সিয়ালের গপ্প
কুমীরের বাচ্চাগুলানকে পাঠ দিবে বইলে ,
গর্তে রেইখে একঠো একঠো করে চিবাই খাইলো
দিনে দিনে কুমীরটাকে আহাম্মক বনাইলো
কুমীর যখন বুঝতে পারল তখন ত বেবাক খতম
সামলে চলিস বাপ ...
মুই তর মুখ্যুসুখ্যু বিটিয়া
তুহার গপ্প তুহাকে সুনাইলুম
গুস্যা করবিক লাই।।
--------------//-------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন