।।শৈলেন দাস।।
(C)Image:ছবি |
নদীর উপর নতুন সেতু নির্মাণের কাজ চলছে। সেখানে সস্তার শ্রমিকের কাজ করে সমীর। দুদিন আগে এন আর সি অফিস থেকে নোটিশ এসেছে। ঠিকাদারের মোবাইলে ফোন করে জানিয়েছে তার স্ত্রী। আজ সমীরদের বংশবৃক্ষ মিলিয়ে দেখার দিন। অজানা আশংকা জাগছে মনে। ভেতর ভেতর দানা বাধছে ভয়। চাপা উত্তেজনা অনুভব করছে সে। এ তো রামরাজ্যে সীতার অগ্নিপরীক্ষা! ধরণী দ্বিধাবিভক্ত হওয়ার সময়।
এক সপ্তাহ কেটে গেল কোন খোঁজ নেই। সাথের শ্রমিকরাও কেউ জানেনা কোথায় গিয়েছে সে। ঠিকাদার থানায় এফ আই আর করেছে সমীর নিখোঁজ হওয়ার। সেদিন সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এন আর সি অফিসে অপেক্ষা করেছে সবাই, আসেনি সমীর। আজ সতীশদের এনজিও অফিসে এসেছে খেটে খাওয়া কয়েকজন গ্রামীণ জনগণ, সাথে সমীরের স্ত্রী।
পুরো ঘটনাটা বর্ণনা করেছে সমীরের স্ত্রী। স্থান, কাল, পাত্র মিলিয়ে একটা যোগসূত্র খুঁজে পেয়েছে সতীশ। নিজের মধ্যে কেমন যেন অস্থিরতা অনুভব করছে সে। এক নোটিশেই সব শেষ? ব্যাপারটা নিশ্চিত হতে ফোন ধরেছে সতীশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন