“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮

আর্তি শুধু !














।।সিক্তা বিশ্বাস।।

নারী ,সে যে চঞ্চলা •••
হাসি-খুশি তাঁর জীবনদোলা ---
মনের তোড়ে আঁকড়ে ধরে !
সবাইকে সে যে আপন করে
•••
বেদুইন মনটি তাঁর ছুটে চলে 
নীল আকাশের অতল তলে
•••
কতো সুখের স্বপ্ন মেলে
 
চোখের তারার সজীব কোলে
•••
নারী,সে যে স্পর্শকাতর !
ক্ষীণ আঘাত ও সইতে না'রে !
অবুঝ মনটি যে বড়ই প্রেমাতুর !
সুখে জড়ানো তাঁর স্বভাবী আতর
•••
ধরেছে সে যে মায়ার মন •••
ইচ্ছে-আবেগ তাঁর সম্পদ ও ধন !
আঘাত হানা নয় যে স্বভাব ---
তাঁরে বোঝার মনের বড়ই অভাব !
আর্তি , শুধু রেখো আদরে ,
অতি যতনে প্রাণের 'পরে ---
রাখবে
  সে ও যে যতন ভরে •••
সুখে-শান্তিতে বড় আদর করে
•••
         ****************
     8 -3 -18 ইং,
    #শিলং#
  #ঝোড়োমেঘ #

কোন মন্তব্য নেই: