।।সিক্তা বিশ্বাস।।
নারী ,সে
যে চঞ্চলা •••
হাসি-খুশি তাঁর জীবনদোলা ---
মনের তোড়ে আঁকড়ে ধরে !
সবাইকে সে যে আপন করে •••
হাসি-খুশি তাঁর জীবনদোলা ---
মনের তোড়ে আঁকড়ে ধরে !
সবাইকে সে যে আপন করে •••
বেদুইন
মনটি তাঁর ছুটে চলে
নীল আকাশের অতল তলে •••
কতো সুখের স্বপ্ন মেলে
চোখের তারার সজীব কোলে •••
নীল আকাশের অতল তলে •••
কতো সুখের স্বপ্ন মেলে
চোখের তারার সজীব কোলে •••
নারী,সে
যে স্পর্শকাতর !
ক্ষীণ আঘাত ও সইতে না'রে !
অবুঝ মনটি যে বড়ই প্রেমাতুর !
সুখে জড়ানো তাঁর স্বভাবী আতর •••
ক্ষীণ আঘাত ও সইতে না'রে !
অবুঝ মনটি যে বড়ই প্রেমাতুর !
সুখে জড়ানো তাঁর স্বভাবী আতর •••
ধরেছে
সে যে মায়ার মন •••
ইচ্ছে-আবেগ তাঁর সম্পদ ও ধন !
আঘাত হানা নয় যে স্বভাব ---
তাঁরে বোঝার মনের বড়ই অভাব !
ইচ্ছে-আবেগ তাঁর সম্পদ ও ধন !
আঘাত হানা নয় যে স্বভাব ---
তাঁরে বোঝার মনের বড়ই অভাব !
আর্তি
, শুধু রেখো আদরে ,
অতি যতনে প্রাণের 'পরে ---
রাখবে সে ও যে যতন ভরে •••
সুখে-শান্তিতে বড় আদর করে •••
অতি যতনে প্রাণের 'পরে ---
রাখবে সে ও যে যতন ভরে •••
সুখে-শান্তিতে বড় আদর করে •••
****************
8 -3 -18 ইং,
#শিলং#
#শিলং#
#ঝোড়োমেঘ
#
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন