“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৭ মার্চ, ২০১৮

উইন্ডো পিরিয়ড

।। অভীক কুমার দে ।।

ক্যাপশন যোগ করুন







বেনিফিশিয়ারিরা এখন সবাই চুপ,
পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার মতো
উইন্ডো পিরিয়ড কাটাচ্ছে কোমায়।
সময়টুকু শরীরের সয়ে গেলে
গর্ত থেকে ফণা নেড়ে বেরিয়ে আসবে কালান্তর এবং
সামনে সমানে চিৎকার করবে--
ডিম চাই, ডিম দাম,
যাকে খুশি তাকে খাও।

কোন মন্তব্য নেই: