“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

স্বীকারোক্তি

।। অনিমেশ দে।। 
(C)Image:ছবি










তদিন পর তোমার মেসেজ এল
আমার
হরে নাকি বান এসেছে
বিপর্যস্ত হয়েছে পথ ঘাট, ছন্নছাড়া হয়েছে মানুষ
টি ভি জুড়ে নাকি ভয়াবহতার উল্লাস
এসবের মাঝে তোমার একটাই প্রশ্ন
আমি ভালো আছি তো?
তোমায় হয়তো কেউ জানায়নি
আমি এখন উনিশ তলায় থাকি
রাত পোহালে বালিশ ভেঙে
আটকে থাকি যানজটে
বোতাম টিপতেই কাঁচ নামলেও
আমি আর এখন হাঁটি না মিছিলে
তুমি এমনটাই তো চেয়েছিলে
আমি যেন ভালো থাকি
নইলে, নাকি কোনোদিন মেসেজ করবে না -
আমার অসাবধানতার প্রতি ছিল তোমার হাজার অভিযোগ
আমার আঙুলের শুকনো ডগায়
আজও লেগে আছে কালশিটে ছ্যাঁকা
যাক, রিপ্লাইটা করেই দিলাম-
আমি ভালো আছি
বিপ্লব আর বিনোদনের ফারাক
আমি ভুলে গেছি।


কোন মন্তব্য নেই: