।। অভীক কুমার
দে ।।
(C) Image:ছবি |
নিঃসঙ্গ
রাত ঘনিয়ে এলে
কতগুলো অচেনা ঝিঁঝিঁ ডেকে ওঠে,
অনবরত শব্দের অর্থ খুঁজে
হাঁটাপথে একা হয়ে যাই।
ওখানে হাজারো ছায়া জমে
স্মৃতিমার্গ
এলোমেলো পথ
ঘোর লাগা মন
বিয়ন্ত কল্পনার কাছে সঁপে দি বুক।
কতগুলো অচেনা ঝিঁঝিঁ ডেকে ওঠে,
অনবরত শব্দের অর্থ খুঁজে
হাঁটাপথে একা হয়ে যাই।
ওখানে হাজারো ছায়া জমে
স্মৃতিমার্গ
এলোমেলো পথ
ঘোর লাগা মন
বিয়ন্ত কল্পনার কাছে সঁপে দি বুক।
নিঃসঙ্গ
রাত ঘনিয়ে এলে
ঝিঁঝিঁর ঘনক্ষেত্র ছড়িয়ে পড়ে আরও
আমি তখন নিজেই নিজের অভিমান
মুখ দেখে হেসে উঠি কেঁদে উঠি
মুখোমুখি আহত কেউ কিংবা নিহত।
ঝিঁঝিঁর ঘনক্ষেত্র ছড়িয়ে পড়ে আরও
আমি তখন নিজেই নিজের অভিমান
মুখ দেখে হেসে উঠি কেঁদে উঠি
মুখোমুখি আহত কেউ কিংবা নিহত।
নিঃসঙ্গ
রাত ফুরিয়ে এলে
ঝিঁঝিঁর ডাক থেমে যায়
লাশের উপর নিঃশব্দ আমি
আরেকটি স্মৃতিমার্গ পুঁতে রাখি নিজের বুকে।
ঝিঁঝিঁর ডাক থেমে যায়
লাশের উপর নিঃশব্দ আমি
আরেকটি স্মৃতিমার্গ পুঁতে রাখি নিজের বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন