( রিক্সা চালিয়ে ৯টি স্কুল প্রতিষ্ঠা, 'মন কি বাত' অনুষ্ঠানে পাথারকান্দির আহমদ আলীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি )
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
পাথারকান্দির রিক্সাচালক নয়টা গড়ে স্কুল।
এই ভারতে কারো সাথে হয়না রে তার তুল।।
পাথারকান্দির মানুষ তিনি আহমদ আলী নাম।
শেষ বেলাতে পেলেন তিনি সমাজসেবার দাম।
কেমন মানুষ আহমদ আলী দেশটা পেলো বোধ।
প্রশংসা তার করলো শেষে প্রধানমন্ত্রী খোদ।।
মন কি বাতে প্রধানমন্ত্রী কথা বললো তার।
আহমদ বলে, এই পেলো সে শ্রেষ্ঠ উপহার।।
গর্বে রাজ্য ভাসছে এখন আনন্দ নয় অল্প।
চতুর্দিকেই কেবল এখন আহমদ আলীর গল্প।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DSPP1-26/03/18
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি |
পাথারকান্দির রিক্সাচালক নয়টা গড়ে স্কুল।
এই ভারতে কারো সাথে হয়না রে তার তুল।।
পাথারকান্দির মানুষ তিনি আহমদ আলী নাম।
শেষ বেলাতে পেলেন তিনি সমাজসেবার দাম।
কেমন মানুষ আহমদ আলী দেশটা পেলো বোধ।
প্রশংসা তার করলো শেষে প্রধানমন্ত্রী খোদ।।
মন কি বাতে প্রধানমন্ত্রী কথা বললো তার।
আহমদ বলে, এই পেলো সে শ্রেষ্ঠ উপহার।।
গর্বে রাজ্য ভাসছে এখন আনন্দ নয় অল্প।
চতুর্দিকেই কেবল এখন আহমদ আলীর গল্প।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DSPP1-26/03/18
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন