।। সুপ্রদীপ দত্তরায়।।
(C)Image:ছবি |
কী কথা বলবে বলে কাছে এসে ছিলে
বেলা
শুধু বয়ে গেল , বলা হলো না ।
দেখা
হলো, চোখে চোখে কথা হলো
গুনগুন
কত গান পাশাপাশি গাওয়া হলো
হাতে
রাখা হাতে আনে উষ্ণতা , ভয়
মনে
গাঁথা কথামালা, ভাষা পেলো না
বেলা
শুধু বয়ে গেল, বলা হলো না ।
নদী
বুকে ঢেউ ভাসে, কুল খুঁজে ফিরে
পাখি
যারা যায় উড়ে কজনা তার ফিরে ।
কত
ফোঁটা ফুল বলো ভালবাসা পায়?
সারাদিন
সেজে থাকা, পথের ধূলায়;
ঝর্ণার
জল খোঁজে নদী মোহনা
যে
কথা বলতে ছিলে শোনা হলো না ।
বেলা
শুধু বয়ে গেল, বলা হলো না ।
মেঘ
ডাকে ময়ূরীকে, পেখম খোলো
বঁধুয়াতে
অবগাহন বিহারেতে চলো
জ্যোৎস্নার আলোকেতে জোনাকি পালায়
অভিমানে
ভালবাসা পথ যে হারায়
সব
চাওয়া পাওয়া যাবে , এতো হয় না
না
বলা কথা গুলো ভাষা পেলো না
বেলা
শুধু বয়ে গেল শোনা হলো না ।
কী
কথা বলবে বলে কাছে এসে ছিলে
বেলা শুধু বয়ে গেল , বলা
হলো না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন