।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
তরল
সমুদ্র আর সরল আকাশ
পরম্পরায় প্রতিচ্ছবি অথবা প্রচ্ছায়া।
পর্দার এপার ওপারে সব আমিগুলো
বিভাজিত হয় অনুগমনের শেষে...
পরম্পরায় প্রতিচ্ছবি অথবা প্রচ্ছায়া।
পর্দার এপার ওপারে সব আমিগুলো
বিভাজিত হয় অনুগমনের শেষে...
আকাশের
ভেতর দ্রবীভূত সমুদ্র,
সমুদ্রের ভেতর ঘনীভূত আকাশ।
সুখের মেকআপ। অযথা নীল।
ভেতর ভেতর সমান আর্তনাদ।
সমুদ্রের ভেতর ঘনীভূত আকাশ।
সুখের মেকআপ। অযথা নীল।
ভেতর ভেতর সমান আর্তনাদ।
বুক
থেকে বুকে, সুখে অসুখে--
পরিক্রমায় ফোঁটা- জল বিনিময়।
ফোঁটা- জলের গভীর গ্যাসীয়পথ পেরিয়ে
ঘুমঠিকানার কালো চোখ।
পরিক্রমায় ফোঁটা- জল বিনিময়।
ফোঁটা- জলের গভীর গ্যাসীয়পথ পেরিয়ে
ঘুমঠিকানার কালো চোখ।
সমুদ্রাকাশের
মুক্ত মেলামেশায়
আমিগুলো কোনো অনুগমনের দেশে...
আমিগুলো কোনো অনুগমনের দেশে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন