।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
ভেতরে
বৃষ্টি খুব,
ভিজে ভিজে কেঁপে উঠছে কেউ, হায়...
.
আকাশ প্রেমিকের মতো
নীল প্যারাসুট জড়ায়,
শূন্যতার চোখে চোখ রাখে,
আকৃষ্ট গোলক ঘুরতে থাকে আর শান্তি চায়।
.
পাখি জানে--
মায়াবী আকাশ মেঘ ভাসায়
জল ঝরায়
রঙ ছড়ায়
আবার সহজেই মোছে মুখ
সুতরাং কোন তাপ নয়, উত্তাপ
সময়ের ভেলা বায়।
.
বাইরে খুব বাতাস
জল টেকে না চোখে
গড়িয়েও পড়ে না
শুধু তারাগুলো একেকটি পাখি, উড়ে যায়।
ভিজে ভিজে কেঁপে উঠছে কেউ, হায়...
.
আকাশ প্রেমিকের মতো
নীল প্যারাসুট জড়ায়,
শূন্যতার চোখে চোখ রাখে,
আকৃষ্ট গোলক ঘুরতে থাকে আর শান্তি চায়।
.
পাখি জানে--
মায়াবী আকাশ মেঘ ভাসায়
জল ঝরায়
রঙ ছড়ায়
আবার সহজেই মোছে মুখ
সুতরাং কোন তাপ নয়, উত্তাপ
সময়ের ভেলা বায়।
.
বাইরে খুব বাতাস
জল টেকে না চোখে
গড়িয়েও পড়ে না
শুধু তারাগুলো একেকটি পাখি, উড়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন