।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
রসের
কথায় রসিক বলে
আমার গায়ে দেয়াল,
দ- এর মতোই পথের সিঁড়ি
হাঁটতে রেখো খেয়াল।
আমার গায়ে দেয়াল,
দ- এর মতোই পথের সিঁড়ি
হাঁটতে রেখো খেয়াল।
এক
দিকে ফলের ফসল
অন্যদিকে কী ?
পারদ যেমন ঐক্য জানে,
দুধের যেমন ঘি।
অন্যদিকে কী ?
পারদ যেমন ঐক্য জানে,
দুধের যেমন ঘি।
ভাবতে
পারো অচল ঘোড়া
তেপান্তরের পাড়ি,
যাদুর লাঠি হোক না ছোট
আঘাত বড়ো ভারি।
তেপান্তরের পাড়ি,
যাদুর লাঠি হোক না ছোট
আঘাত বড়ো ভারি।
ঘরে
বসে সংখ্যা বৃহৎ
বিভাজিত হয়
অঙ্কে থেকেই অঙ্ক কষে
পৃথক অঙ্গ ক্ষয়।
বিভাজিত হয়
অঙ্কে থেকেই অঙ্ক কষে
পৃথক অঙ্গ ক্ষয়।
ভাগের
ফসল ভাগাভাগি
অন্ধরাজার দেশ,
ঘরের ভেতর ঘর ভালো নেই
ক্লান্ত ভাগশেষ।
অন্ধরাজার দেশ,
ঘরের ভেতর ঘর ভালো নেই
ক্লান্ত ভাগশেষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন