।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
১.
তরল থেকে গ্যাসীয় আবার গ্যাসীয় থেকে তরল !
অদলবদল দেখে দেখেই আমি কঠিন হয়ে গেছি এবং
ভবঘুরে তোমার ভেতর শূন্যতায়।
২.
তরল তুমি
উত্তাপে যদি মেঘ হও,
আমার মাটিবুক ভিজিয়ে দিও,
অনড় মন ক্ষয়ে ধুয়ে যাবে।
৩.
প্রমাণ করতে চেয়েছিলে।
আমিও প্রমাণিত।
এবার যদি চাও ইচ্ছেডানা মেলে পাখি হতে পারো।
নীল আমার আকাশ তোমার।
তরল থেকে গ্যাসীয় আবার গ্যাসীয় থেকে তরল !
অদলবদল দেখে দেখেই আমি কঠিন হয়ে গেছি এবং
ভবঘুরে তোমার ভেতর শূন্যতায়।
২.
তরল তুমি
উত্তাপে যদি মেঘ হও,
আমার মাটিবুক ভিজিয়ে দিও,
অনড় মন ক্ষয়ে ধুয়ে যাবে।
৩.
প্রমাণ করতে চেয়েছিলে।
আমিও প্রমাণিত।
এবার যদি চাও ইচ্ছেডানা মেলে পাখি হতে পারো।
নীল আমার আকাশ তোমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন