![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh24nruMDy0c6Jm8O6ERxosH0cG-7itRS8faHkXk7g_ge4KDn0HDZB1-Tn4qORC7klN_HXnwjduZiNRCjXfqTMnYWxvWgFxZknsE6SVzAxN1lnlrDcWRfxgOKLV5J7EuUGCNHgG1i_YiP4/s320/WhatsApp+Image+2018-04-25+at+9.50.58+PM.jpeg)
আমি হিমু হতে চেয়েছি
দুইদিন,
তারপর মনে পড়লো হিমুরও একজন
রূপা ছিল ।
যে ছেলেটা আমাকে কাকা বলল
সামান্য আলো পাওয়ার আশায়...
সে আমার সমবয়সী ।
একটা গান বেশিক্ষণ
শুনলে ঘেন্না জন্মায়
তোমার বেলা উল্টো হল, তোমাকে শুনতে না পেতে পেতে
ঘেন্না ধরে গেল ।
আমাকে যারা বিশ্বাস করার কথা
তারা করতে পারেনা ।
আমাকে যারা বিশ্বাস করার কথা নয়
তারা অনায়াসে বিশ্বাস করে ।
আমারো মাঝে মধ্যে ইচ্ছে জাগে,
নিজেকে একবার বিশ্বাস করে দেখি,
নিজেকে একবার অবিশ্বাস করে দেখি ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন