( রিক্সা চালিয়ে ৯টি স্কুল প্রতিষ্ঠা, আহমদ আলীকে সম্মান জানালেন মূখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল )
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
আহমদ আলী গর্ব রাজ্যের, রাজ্য নাচে সুখে।
' আহমদ আলী ' নামটা এখন প্রধানমন্ত্রীর মুখে।।
বিরল মানুষ আহমদ আলী পাচ্ছে কাজের মূল্য।
শিক্ষা দীক্ষার প্রসারে যার অবদান অতুল্য।।
" রিক্সা চালক আহমদ আলী স্কুল যে নয়টি গড়ে।
গ্রামাঞ্চলের দুঃস্থ দুঃখির সন্তান তাতে পড়ে।।
অসাধ্য সব করল সাধন ইচ্ছাশক্তির ফলে।
আহমদ আলী গর্ব রাজ্যের" মূখ্যমন্ত্রী বলে।।
আহমদ বলে কলেজ গড়বো আমার এখন আশা।
গরিব দুঃখি বিদ্যার্থী সব উঠবে গড়ে খাসা।।
শিক্ষার আলোয় ভাসাতে গ্রাম আছেন তিনি খাড়া।
রাখতো না কেউ খবর যে তার কৃষ্ণেন্দু পাল ছাড়া...
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম)
DSPP1/9-04/04/18
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি |
আহমদ আলী গর্ব রাজ্যের, রাজ্য নাচে সুখে।
' আহমদ আলী ' নামটা এখন প্রধানমন্ত্রীর মুখে।।
বিরল মানুষ আহমদ আলী পাচ্ছে কাজের মূল্য।
শিক্ষা দীক্ষার প্রসারে যার অবদান অতুল্য।।
" রিক্সা চালক আহমদ আলী স্কুল যে নয়টি গড়ে।
গ্রামাঞ্চলের দুঃস্থ দুঃখির সন্তান তাতে পড়ে।।
অসাধ্য সব করল সাধন ইচ্ছাশক্তির ফলে।
আহমদ আলী গর্ব রাজ্যের" মূখ্যমন্ত্রী বলে।।
আহমদ বলে কলেজ গড়বো আমার এখন আশা।
গরিব দুঃখি বিদ্যার্থী সব উঠবে গড়ে খাসা।।
শিক্ষার আলোয় ভাসাতে গ্রাম আছেন তিনি খাড়া।
রাখতো না কেউ খবর যে তার কৃষ্ণেন্দু পাল ছাড়া...
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম)
DSPP1/9-04/04/18
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন