“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ৪ এপ্রিল, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( রিক্সা চালিয়ে ৯টি স্কুল প্রতিষ্ঠা, আহমদ আলীকে সম্মান জানালেন মূখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল )


।। এম রিয়াজুল আজহার লস্কর ।।


(C)Image:ছবি

















হমদ আলী গর্ব রাজ্যের, রাজ্য নাচে সুখে।
' আহমদ আলী ' নামটা এখন প্রধানমন্ত্রীর মুখে।।
বিরল মানুষ আহমদ আলী পাচ্ছে কাজের মূল্য।
শিক্ষা দীক্ষার প্রসারে যার অবদান অতুল্য।।

" রিক্সা চালক আহমদ আলী স্কুল যে নয়টি গড়ে।
গ্রামাঞ্চলের দুঃস্থ দুঃখির সন্তান তাতে পড়ে।।
অসাধ্য সব করল সাধন ইচ্ছাশক্তির ফলে।
আহমদ আলী গর্ব রাজ্যের" মূখ্যমন্ত্রী বলে।।

আহমদ বলে কলেজ গড়বো আমার এখন আশা।
গরিব দুঃখি বিদ্যার্থী সব উঠবে গড়ে খাসা।।
শিক্ষার আলোয় ভাসাতে গ্রাম আছেন তিনি খাড়া।
রাখতো না কেউ খবর যে তার কৃষ্ণেন্দু পাল ছাড়া...


@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম)
DSPP1/9-04/04/18

কোন মন্তব্য নেই: