“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

কল্পনা রানি স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬




  ।। এম রিয়াজুল আজহার লস্কর।। 









লিল-সুভাষ-আজমত আলী তুফান তুললো গান l
লম্বা দৌড়ে চমক দেখান আব্দুর রহিম খান ll
তবলা বাদক নিতাই দাসে মার্কস পেয়েছে আশি l
নাটকে নাম টিপ্পুমনির সবার মুখে হাসি ll
সাঁতারে রক জিতলো সোনা ময়না বন্দের খালে l
নৌকা দৌড়ে চোট পেয়েছে অরুণ চন্দ পালে ll
কবাডিতে হানিফ-আব্বাস ভালোই দেখায় দম l
বাহার সামিম ইকবালেরা জাঁতা খায়নি কম ll
শক্তিতে রাজ কনকরা দুই কুইন্টাল তুললো হাতে l
লুড্ডুতে জয় করছে খুশি পিনাক কান্তি নাথে ll
বাতি দৌড়ে সবার আগে মানিক মিয়া কাজী l
দাবাতে কুটবুদ্ধি দেখায় আকবর উদ্দিন গাজি ll
সারেগামায় নাসিরুদ্দিন লাগলো না তো মন্দ l
নৃত্যে কাঁপায় মঞ্চ এসে বাপ্পী রানি চন্দ ll

@
( ' ফুল এসেছে খুশবু দিতে ' পৃষ্ঠা নং ৭
কপিরাইট সংরক্ষিত.


কোন মন্তব্য নেই: