উজান সাহিত্য গোষ্ঠী, তিনসুকিয়া ও নিখিল ভারত বঙ্গ
সাহিত্য সম্মেলন, ডিব্রুগড় শাখার যৌথ ব্যবস্থাপনায় গতকাল
২৯শে এপ্রিল, সন্ধ্যা ৬ টায় ডিব্রুগড়ের ইণ্ডিয়া ক্লাব
প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক 'মেলবন্ধন' অনুষ্ঠান। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ডিব্রুগাড়
শাখার সদস্য সদস্যারা ছাড়াও সেই অনুষ্ঠানে তিনসুকিয়া থেকেও উজান সাহিত্য গোষ্ঠীর
সদস্য-সদস্যা তথা শুভানুধ্যায়ীদের জনা পঁচিশেকের একটি দল গিয়ে উপস্থিত হন।
যে ক্রমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়, সে মোটামুটি এরকমঃ
· উদ্বোধনী সংগীত – পরিবেশনায়
‘নি ভা ব সা স’-ডিব্রুগড়।
· স্বাগত ভাষণ – শ্রী পরিমল মুখার্জী, সভাপতি নি ভা ব সা স, ডিব্রুগড়।
· ‘উজান’ সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য- শ্রী সুজয় কুমার রায়, সভাপতি,
উজান সাহিত্য গোষ্ঠী।
· ভূপেন্দ্র সঙ্গীত - বৈশম্পায়ন
ভৌমিক, ডিব্রুগড়।
· বক্তৃতা : ডঃ শেখর
চক্রবর্তী, ডিব্রুগড়। বিষয়- “বর্তমান
সমাজের সামগ্রিক পরিস্থিতিতে সাহিত্য ও সংস্কৃতির
প্রয়োজনীয়তা ও দায়িত্ব”।
· রবীন্দ্র সঙ্গীত – সুচয়িতা
চক্রবর্তী, তিনসুকিয়া।
· স্বরচিত কবিতা আবৃত্তি –
সান্ত্বনা দেব সেনচৌধুরী, তিনসুকিয়া
· নজরুল গীতি – পূর্বা দেব,
ডিব্রুগড়।
· রবীন্দ্র সঙ্গীত – অচিন্ত্য
দেব, তিনসুকিয়া।
· আবৃত্তি – অরুণোদয় ভট্টাচার্য, ডিব্রুগড়।
· নৃত্য – তানিশি রায়, তিনসুকিয়া।
· স্বরচিত কবিতা আবৃত্তি – ভানু
ভূষণ দাস, তিনসুকিয়া।
· রবীন্দ্র সঙ্গীত – অজন্তা
ভট্টাচার্য, ডিব্রুগড়।
· বক্তৃতা : বক্তা অধ্যাপক সুশান্ত কর, উপদেষ্টা, উজান সাহিত্য গোষ্ঠী, তথা তিনসুকিয়া কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। বিষয়- “বর্তমান সমাজের
সামগ্রিক পরিস্থিতিতে সাহিত্য ও সংস্কৃতির প্রয়োজনীয়তা ও দায়িত্ব”।
· আধুনিক গান – সুবীর চৌধুরী, ডিব্রুগড়।
· স্বরচিত অণুগল্প পাঠ –
বিদ্যুৎ চক্রবর্তী, পত্রিকা সম্পাদক, ‘উজান সাহিত্য গোষ্ঠী’- তিনসুকিয়া।
· লোক সঙ্গীত – ডঃ তুহিনা ভট্টাচার্য, তিনসুকিয়া।
· কবিতা আবৃত্তি – এণাক্ষী বাগচী, ডিব্রুগড়।
· লোকসঙ্গীতের নাগরিক
উপস্থাপনা – পৌষালি কর, তিনসুকিয়া।
· নাটক ‘হারানো প্রাপ্তি’; নাট্যকার মনোজ মিত্র; পরিবেশনায় ইণ্ডিয়া ক্লাব।
· ধন্যবাদ জ্ঞাপন- শ্রীমতী
সবিতা দেবনাথ, উপ সভাপতি, ‘উজান
সাহিত্য গোষ্ঠী’- তিনসুকিয়া।
এবং মৈত্রেয়ী ভৌমিক, সাংস্কৃতিক
সম্পাদিকা, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন, ডিব্রুগড় শাখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন