।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
মেঘলা আকাশ আর পড়ন্ত বেলা
তপ্ত মরুর বুকে স্বপ্ন দেখি,
গরমিলে যায় জীবনের সমীকরণ
তাই বিষণ্ণতার ছবি আঁকি।
তপ্ত মরুর বুকে স্বপ্ন দেখি,
গরমিলে যায় জীবনের সমীকরণ
তাই বিষণ্ণতার ছবি আঁকি।
খুঁজে
থাকি সেই হারানো দিনগুলো
কেটে গেছে যা অবহেলায়,
বসে একাকী, নীরবে অশ্রু ঝরাই
ফিরে পেতে তারে মন চায়।
কেটে গেছে যা অবহেলায়,
বসে একাকী, নীরবে অশ্রু ঝরাই
ফিরে পেতে তারে মন চায়।
কামনার
চৌকাঠ ডিঙিয়ে ফেরার
পায়চারি ভাবনার করিডোরে,
আবেগি দিন কাটে বিষণ্ণ বাতাসে
তবুও পোড়া মন চায় তারে।
পায়চারি ভাবনার করিডোরে,
আবেগি দিন কাটে বিষণ্ণ বাতাসে
তবুও পোড়া মন চায় তারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন