“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

মননজাত

।। অভীক কুমার দে ।।


(C)Image:ছবি














প্রতিদিন অনেক অনেকবার গর্ভধারণ করে
বারবার মা হতে চায় মনোশরীর,
যদিও আমার ভ্রূণ কখনো কখনও আমার অবাধ্য হলে
পৃথিবী সাজাতে চায় না,
তখন মিথ্যে শিশুরঙ মেখে বোবা-গতি।
 
.
এক অর্ধমৃত শরীর কেঁপে ওঠে এবং
দেহত্যাগের কথা শোনায় ভেতর।
#
মননজাত সন্তান শোক বৃদ্ধি করে
সেই শোক বিকশিত হয়
ডালপালা ছড়ায়
এক গভীর শূন্যতায় হেঁটে যায়
একা, যেখানে আকাশ মাটি মুখোমুখি,
সংগ্রামী।


কোন মন্তব্য নেই: