।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
আমি
কবিতা লেখি না
কবিতা আমায় লেখে,
আমি কবিতার মুখ চেয়ে থাকি।
কবিতা আমায় লেখে,
আমি কবিতার মুখ চেয়ে থাকি।
দুচোখ
নিঃশব্দের শব্দ,
মনের সাদা কাগজ খোলা থাকে
মনচোখের একাকী কথাবিলাস;
আমি কবিতায় সুখে থাকি।
মনের সাদা কাগজ খোলা থাকে
মনচোখের একাকী কথাবিলাস;
আমি কবিতায় সুখে থাকি।
কাগজ
কালিতে মিশে কিংবা
কাগজে কালি
খালি পড়ে থাকে মন,
চোখ মেলে চায় কবি তা
মনের ফাঁকে শব্দের বহু পথ বাকি।
কাগজে কালি
খালি পড়ে থাকে মন,
চোখ মেলে চায় কবি তা
মনের ফাঁকে শব্দের বহু পথ বাকি।
কবিতা
নীরবে হাসে,
আমি সুখে থাকি।
আমি সুখে থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন