“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( আশ্চর্য ঘটনা ! আগ্রায় সুড়ুঙ্গ খুঁড়ে তিনতলা ভবন ধসিয়ে দিল ইঁদুরের দল )

।। এম রিয়াজুল আজহার লস্কর।।



(C)Image:ছবি








রের তলে সুড়ুং খুঁড়ল দুষ্ট ইঁদুর দলে।
সুড়ুংগুলো ভর্তি ছিল বৃষ্টির জমা জলে।।
হুড়মুড়িয়ে হঠাৎ করেই ঘরটি ভেঙ্গে যায়।
ঘটনাটা ঘটল যখন কেউ ছিল না তায়।।

ঘরটি ভাংলে মালিক বেটা কথা বলল নানা।
কাণ্ড এমন ঘটবে বলে আগেরই তার জানা।।
ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতে ঘরটা নড়ে যখন,
বাচ্চা বিবি নিয়েই ভয়ে মালিক ভাগে তখন।।

ইঁদুর মানেই খারাপ জিনিস শক্ত তাদের দাঁত।
ক্ষতি কেবল করতে পরের দৌড়ে সারারাত।।
ইঁদুর মানেই কাটাকাটি জিনিসপত্রের যম।
ভবন ভাংল মালিক বেটার ক্ষতি হয়নি কম।।

@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-10.18/04/18

কোন মন্তব্য নেই: