( ৬ দফা দাবি নিয়ে কাছাড় ও হাইলাকান্দি জেলাব্যাপী সিটুর জাঠা কর্মসূচি,
কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বাম নেতারা )
।। এম রিয়াজুল আজহার লস্কর।।
শ্রমিকরা সব উপোস মরছে খারাপ এলো কাল।
রাস্তায় মানুষ হাঁটলো ক্ষোভে নিশান হাতে লাল।।
সিটুর জাঠা কর্মসূচী ! উঠলো দুঃখের বুলি।
নিরাপত্তা পায়না কোনো শ্রমিক মানুষগুলি।।
ঋণে চাষি মরছে দেশে আত্মহত্যা রোজ।
পেপারমিলের শ্রমিকগুলো কেউ রাখেনা খোঁজ।।
সিটুর নেতা রাস্তার মধ্যে তুফান ছাড়ে বেশ।
বললো তারা হিংসা বাড়ছে কাঁপছে সারা দেশ।।
তৈলক্ষেত্র নিলাম হচ্ছে, শোনে মানুষ কাঁদে।
চাকরি বাকরি হয়না দেশে বেকার পড়ে ফাঁদে।।
দুঃস্থ দুঃখির এসব কথা কেবল ভাবে বামে।
প্রতিবাদী মানুষরা সব রাস্তার মধ্যে নামে।।
@
ছবি :- দৈনিক নববার্তা প্রসঙ্গ
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DNPP6.10/04/18
কেন্দ্র ও রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন বাম নেতারা )
।। এম রিয়াজুল আজহার লস্কর।।
(C)Image:ছবি |
শ্রমিকরা সব উপোস মরছে খারাপ এলো কাল।
রাস্তায় মানুষ হাঁটলো ক্ষোভে নিশান হাতে লাল।।
সিটুর জাঠা কর্মসূচী ! উঠলো দুঃখের বুলি।
নিরাপত্তা পায়না কোনো শ্রমিক মানুষগুলি।।
ঋণে চাষি মরছে দেশে আত্মহত্যা রোজ।
পেপারমিলের শ্রমিকগুলো কেউ রাখেনা খোঁজ।।
সিটুর নেতা রাস্তার মধ্যে তুফান ছাড়ে বেশ।
বললো তারা হিংসা বাড়ছে কাঁপছে সারা দেশ।।
তৈলক্ষেত্র নিলাম হচ্ছে, শোনে মানুষ কাঁদে।
চাকরি বাকরি হয়না দেশে বেকার পড়ে ফাঁদে।।
দুঃস্থ দুঃখির এসব কথা কেবল ভাবে বামে।
প্রতিবাদী মানুষরা সব রাস্তার মধ্যে নামে।।
@
ছবি :- দৈনিক নববার্তা প্রসঙ্গ
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে "দৈনিক ছড়া সংবাদ আসাম")
DNPP6.10/04/18
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন