।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
নিজেকে
বহুবার ভেঙে দেখি
বারবার আমার অবশেষে আমি কেবল রূপান্তর।
বারবার আমার অবশেষে আমি কেবল রূপান্তর।
এক
নদী বয়ে বয়ে সরে যায়
পূর্ণ গাঁ শূন্য হয়
ধুয়ে যায় কোমল মাটি
ঝরে পড়ে ঘর।
বুকের ঝর্ণায় জলজিজ্ঞাসা।
মিশে যাবার গান শোনে গোপন ঘাঁটি।
পূর্ণ গাঁ শূন্য হয়
ধুয়ে যায় কোমল মাটি
ঝরে পড়ে ঘর।
বুকের ঝর্ণায় জলজিজ্ঞাসা।
মিশে যাবার গান শোনে গোপন ঘাঁটি।
এক
নদী বয়ে বয়ে সরে যায় শাখায় প্রশাখায়
আমাকে ভাঙে
বারবার ভাঙে
ফলাফল অবশেষ
দূর থেকে দেখি-- আমারই ভাঙা চলন
বারবার খোঁজে আমাকেই !
আমাকে ভাঙে
বারবার ভাঙে
ফলাফল অবশেষ
দূর থেকে দেখি-- আমারই ভাঙা চলন
বারবার খোঁজে আমাকেই !
তখনও
আমি ঘুড়ি উড়াই গোপন ঘাঁটি খুঁজে,
জলবৃত্তে ছাই ধুই নিজের নিজে।
জলবৃত্তে ছাই ধুই নিজের নিজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন