।। শিবানী দে।।
(C)Image:ছবি |
আবহবিদেরা বলেছিল, ঝড় হবে, বৃষ্টি হবে,
এখন না হোক, বিকেলে, অথবা কালকেও হতে পারে।
চারিদিক ঢেকেছে ধুলোয়,
মাঠঘাট বাড়িঘর পথ ঢেকে গেছে আবর্জনায়।
সব উড়ে যাবে, ধুয়ে যাবে, পরিচ্ছন্ন হবে
যখন উঠবে ঝড়, বৃষ্টি নামবে।
আবহবিদেরা বলেছিল, এই তো নিয়ম।
যখন ধুলোয় ধোঁয়ায়
জীবন-বাতাস হয়
বিষবাষ্প, অনিঃশ্বসনীয়,
শুকনো রক্তে বাদামি হতে থাকে চিরন্তন মাটি,
মরা ঘাসে হাড়গোড় গড়াগড়ি যায় ইতস্তত:
ঘোলা আকাশের নিচে বেয়নেটে বাঁধা ক’টা পতাকার
দম্ভের বাড়ানো হাত মাটির উপরে ছায়া ফেলে,
তখন দক্ষিণ পশ্চিম কোণে দেখা দেয় পিঙ্গল ভ্রূকুটি
অন্ধকার ছেয়ে আসে, আলো ঢেকে যায়,
ধেয়ে আসে উথাল পাথাল, এক লহমায়
দুমড়ে মুচড়ে সব কিছু নির্ভেদ, সমান করে যায়।
ভাঙ্গে গাছ, বনস্পতি, ভাঙ্গে ঘর, উপাসনালয়,
অট্টালিকা ধসে যায়, চালাঘর ভাসে
হঠাৎ হড়কার মুখে এসে।
ঝড় থেমে গেলে পর সুস্নিগ্ধ উজ্জ্বল দিন এলে
ধ্বংসের আড়াল থেকে নতুন অঙ্কুর মাথা তোলে।
সে এক সময় ছিল, যখন
আবহবিদেরা বলেছিল।
আবহবিদের কথা পুরাতন, জীর্ণ হয়ে
গেছে
বহু ব্যবহারে
এই বিবর্তন-নিয়মিত অতি-ঘূর্ণমান পৃথিবীতে।
ঝড়হীন, জলহীন, আশাহীন ধূলিধূসরিত কাল ।
বাদামি মাটিতে বিষবাতাসের ঘূর্ণিচাকে নাচে অশরীরী,
কঙ্কালেরা বরণীয় নববর্ষে স্বাগত জানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন