“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১১ এপ্রিল, ২০১৮

দাঙ্গার পর



খনই কোথাও রক্ত দেখি,
মন্দির, মসজিদ অথবা জঙ্গলে
আমি আকাশের দিকে তাকাই ।

যখনই কেউ আমার দিকে ছোরা নিয়ে ছুটে আসে
অথবা বন্দুক তাগ করে
আমি আকাশের দিকে তাকাই ।

যখনই কেউ বেসুরো গান গায়
অথবা কেউ দেশের মাটি বলে চেঁচায়
আমি আকাশের দিকে তাকাই ।

আমি কোনও কাজ করিনা
আমি কোথাও যাইনা
আকাশের দিকে তাকাই আর
একদিন সবাই আকাশে তাকানো শিখবে
এই বিশ্বাস পোক্ত করি ।

কোন মন্তব্য নেই: