যখনই কোথাও রক্ত দেখি,
মন্দির, মসজিদ অথবা জঙ্গলে
আমি আকাশের দিকে তাকাই ।
যখনই কেউ আমার দিকে ছোরা নিয়ে ছুটে আসে
অথবা বন্দুক তাগ করে
আমি আকাশের দিকে তাকাই ।
যখনই কেউ বেসুরো গান গায়
অথবা কেউ দেশের মাটি বলে চেঁচায়
আমি আকাশের দিকে তাকাই ।
আমি কোনও কাজ করিনা
আমি কোথাও যাইনা
আকাশের দিকে তাকাই আর
একদিন সবাই আকাশে তাকানো শিখবে
এই বিশ্বাস পোক্ত করি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন