।। সিক্তা বিশ্বাস।।
না
পেয়ে তোমার সাড়া
আছি একাকীত্বে বাঁধন ছাড়া !!
স্মৃতির পাতার আবেশ ঘিরে
আজও কেমন তোমায় জড়িয়ে ধরা ....
আছি একাকীত্বে বাঁধন ছাড়া !!
স্মৃতির পাতার আবেশ ঘিরে
আজও কেমন তোমায় জড়িয়ে ধরা ....
কখনো
আছি জল-বিহারে...
কখনো পড়ন্ত বেলায় স্বপ্নিল পাহাড়ে ...
কখনো বা হাঁটছি মেঠো পথের আলে আলে....
সোঁদা গন্ধের মাতাল তালে ....
কখনো পড়ন্ত বেলায় স্বপ্নিল পাহাড়ে ...
কখনো বা হাঁটছি মেঠো পথের আলে আলে....
সোঁদা গন্ধের মাতাল তালে ....
বৃষ্টি
কখনো চিবুক ছোঁয় ...
তোমার ছোঁয়ার উষ্ণতায় ...
সিক্ততার ও যে আছে তাপ ...
সেই উষ্ণতায় বাড়ায় উত্তাপ ....
তোমার ছোঁয়ার উষ্ণতায় ...
সিক্ততার ও যে আছে তাপ ...
সেই উষ্ণতায় বাড়ায় উত্তাপ ....
এইতো
দেখো,
কেমন আমি বেশ রয়েছি !!
একাকীত্বে কেমন বাঁচতে শিখে গেছি !!
আজ যে বড়ই পাকা পোক্ত !!!
সব খোয়ানোর ঊর্ধ্বে কেমন তৃপ্ত - মুক্ত !!!
একাকীত্বে কেমন বাঁচতে শিখে গেছি !!
আজ যে বড়ই পাকা পোক্ত !!!
সব খোয়ানোর ঊর্ধ্বে কেমন তৃপ্ত - মুক্ত !!!
***************
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন