।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
ইয়া বড়ো দালানবাড়ির ভেতর সরকারি কাজ থেকে অবসরপ্রাপ্ত একলা জীবনের মানুষগুলো থাকেন। বুড়ো বয়সে দরিদ্র মনটাকে কি আর দালানবাড়ি ঢেকে রাখতে পারে ! প্রতিদিনের সূর্যওঠা ভোর কিংবা বৃষ্টিভেজা সকাল মনের দুঃখগুলোকে ঘেঁটে দেখে। নিচতলার বারান্দা পেরিয়ে যে টবগুলো ফুল ফুটিয়ে দিনভর জেগে থাকে, সেগুলোর ঝলসে যাওয়া রঙে একেকটি দিন কষ্টকে আরও বড় করতে দেখি।
তখন সকাল প্রায় দশটা। আমাদের ক্লাস শুরু হবার আগে একবার নিচে এসেছিলাম। সেজেগুজে দুজন মেয়েমানুষ বেড়িয়ে গেলেন সামনে দিয়ে। বয়স খুব বেশি হলে আমার বয়সের কাছাকাছি হবে। নিচে নামার সময় চোখে পড়েছিল কথা বলছিলেন একজন অবসরপ্রাপ্ত মহিলার সঙ্গে। ঐ মহিলার সাথে গত তিনদিনে টুকিটাকি অনেক কথা হয়েছিল আমার। যেটুকু বুঝেছিলাম উনার তেমন কোনো কাছের মানুষ নেই। ওরা দুজন চলে যাবার পর ট্রেনিং হলে যাবার পথে উনার সঙ্গে চোখাচোখি হলে বরফভাঙা স্রোত দেখেছি তাঁর চোখে। কিছু জিজ্ঞেস করার আগেই বললেন, 'মা ছিলাম, এখন অবসরপ্রাপ্ত মা'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন