।। অভীক কুমার
দে ।।
Add caption |
আকাশের
গায়ে তুলোমেঘ জমতে দেখে
মনের মতো ছবি আঁকছিল চোখ,
মেয়েমানুষের ছবি।
কেউ বলে উঠলো--
মেয়ে মানুষ কেন ?
অন্য কিছুও তো আঁকতে পারতিস !
মনের চিত্রকর তখনও বাঁকা চুল আঁকছে
হাতের বাজুতেও দুটো কড়া বাকি...
মনের মতো ছবি আঁকছিল চোখ,
মেয়েমানুষের ছবি।
কেউ বলে উঠলো--
মেয়ে মানুষ কেন ?
অন্য কিছুও তো আঁকতে পারতিস !
মনের চিত্রকর তখনও বাঁকা চুল আঁকছে
হাতের বাজুতেও দুটো কড়া বাকি...
শেষ
টানের আগেই
কোটাঘর থেকে তুলোমেঘে সান্ধ্যছায়া,
ভেতর ছবিও ঘোলা হতে হতে অচেনা,
দু'ফোঁটা জল গড়িয়ে পড়তে দেখেছে চোখ।
কোটাঘর থেকে তুলোমেঘে সান্ধ্যছায়া,
ভেতর ছবিও ঘোলা হতে হতে অচেনা,
দু'ফোঁটা জল গড়িয়ে পড়তে দেখেছে চোখ।
তারপর
বহুদূর নীল কালো হয়ে গেছে,
আকাশে তারাদের মিছিল আর চাঁদের মুচকি হাসি !
আকাশে তারাদের মিছিল আর চাঁদের মুচকি হাসি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন