।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
কতবার ডুবে যেতে
চেয়েছি
শুধু দম আটকে যেতে চায় !
হায় !
বাইরেও ভারি নিঃশ্বাসে বাতাস ভারী
ভারী বুক
কিবা সুখ
মিছে পাড়ি
ভেতরে তরল ভেবেও সরল হতে কি পারি ?
মাঝে জীবন ভাসান,
যেখানে বেঁকে যায় সব
বস্তু আর প্রতিফলন, অভিমান।
শুধু দম আটকে যেতে চায় !
হায় !
বাইরেও ভারি নিঃশ্বাসে বাতাস ভারী
ভারী বুক
কিবা সুখ
মিছে পাড়ি
ভেতরে তরল ভেবেও সরল হতে কি পারি ?
মাঝে জীবন ভাসান,
যেখানে বেঁকে যায় সব
বস্তু আর প্রতিফলন, অভিমান।
যদিও খোলা দুয়ার
দুটি আকাশেই প্রবোধের হাসি
যাই আসি গড়িমসি
শূন্য অবস্থান।
দুটি আকাশেই প্রবোধের হাসি
যাই আসি গড়িমসি
শূন্য অবস্থান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন