“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৫ মে, ২০১৮

ফাঁকি

























।। সিক্তা বিশ্বাস ।।


তোমার সাথেই স্বপ্নের  ভিড় 
তোমার সাথেই খুনসুটির মীর ,
তোমাতে মিশেই স্বপ্ন দেখা ••••
এ যে জীবন-পর্বের সরল রেখা l
নীল আকাশে ভাসতে চাওয়া •••
এইটুকু সঙ্গ পরম পাওয়া ,
মাতাল নেশায় মত্ত হওয়া ••••
যেন স্বপ্ন ছোঁয়ার ঘূর্ণি হাওয়া l
অথচ !!!!!
জীবন জোয়াল কাঁধে চাপে !
এক থেকে এক ধারালো ধাপে !
তবুও আশার কিরণ মনের ফাঁকে •••
চেষ্টা শুধু ছোঁয়া স্বপ্নটাকে •••
ঝুঁজতে ঝুঁজতে সবুজ পাতা পীত বর্ণ !
আবেশের কাল চূর্ণ - বিচূর্ণ  !
বাস্তবতার জোয়াল  নিয়ে
সব স্বপ্ন যায় যে কোথা হারিয়ে !


কোন মন্তব্য নেই: