“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৪ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( ভয়াবহ ধুলোঝড়, শিলাবৃষ্টি ও বাজ্রপাতে উত্তর ভারতে মৃত ১০৮ )
।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি












@
ধুলোঝড় ও বৃষ্টি শিলা বিপদ এলো দেশে।
বড় বড় গাছগাছালি খাড়া রয়নি শেষে।।
কোথাও বা কাঁপলো মাটি পড়ছে ঝরে বাজ।
কোথাও বা ভাংলো বাড়ি গরিব ফাঁদে আজ।।
বৈদ্যুতিক লাইন ছিন্নভিন্ন আঁধার নামে বড়।
গবাদি সব পশু সেথা ভয়েই জড়সড়।।

উত্তরপ্রদেশ রাজস্থানে শোকের এলো হাওয়া।
একশো আটটি মানুষ মরে খবর গেছে পাওয়া।।
ঘায়েল আরো অনেক মানুষ হাসপাতালে গেলো।
সেথায় এখন কাঁদছে মানুষ কষ্ট বড় পেলো।।

দেড়শো পশু মরলো তাতে বিরাট হলো ক্ষতি।
নেত্রী নেতা নামলো মাঠে মানবসেবায় ব্রতী।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে " দৈনিক ছড়া সংবাদ আসাম"
DSPP-9.04/05/18

কোন মন্তব্য নেই: