“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

দৈনিক ছড়া সংবাদ আসাম

( মধ্যপ্রদেশের শাহপুরে জলের জন্যে হাহাকার, কড়া রোদে ফাটছে মাটি  ) 

।। এম রিয়াজুল আজহার লস্কর ।।

(C)Image:ছবি











@
রৌদ্র কড়া ফাটছে জমিন, জমিন ভরা বালি।
শাহপুরেতে জলের সংকট কলসি লোকের খালি।।
পশু পাখির শুকাচ্ছে বুক ডাকছে হয়ে হন্যে।
প্রশাসনটা দায়ী সেথা জলকষ্টের জন্যে।।
জলকষ্টে মরছে মানুষ, মরছে পশু পাখি।
নেত্রী নেতায় নিচ্ছে না খোঁজ ! পাগল ওরা নাকি ?
শুকাচ্ছে জল কুয়োর ভেতর, কুয়োতে জল ভাসেনা।
গরম হাওয়া বইছে সেথা বৃষ্টি যে আর আসেনা।।
জলের জন্যে ঘুরছে মানুষ উঠলো ছবি ভেসে।
শাহপুরেতে প্রশাসনের ঘুমটা ভাঙল শেষে।।
গাঁয়ের মধ্যে আসছে পানি এসপি ডিসি জানান।
নেত্রী নেতা ঘুমে কেনো ?
  প্রশ্ন উঠলো নানান।।
@
( নির্ভেজাল সংবাদ পরিবেশন করে
  "দৈনিক ছড়া সংবাদ আসাম ")
DSPP- 9.27/05/2018


কোন মন্তব্য নেই: